ঢাকাবুধবার , ২৫ নভেম্বর ২০২০
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

উদ্ধার করা গাঁজা আত্মসাতের অভিযোগে এসআই প্রত্যাহার

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
নভেম্বর ২৫, ২০২০ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

উদ্ধার করা গাঁজা আত্মসাতের অভিযোগে এসআই প্রত্যাহার
কিশোরগঞ্জের ভৈরবে মাদক আত্মসাতের অভিযোগে পুলিশের উপপরিদর্শক (এসআই) হানিফ সরকারকে কিশোরগঞ্জ পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ (পিপিএম বার) তাকে প্রত্যাহার করেন।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, গত সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব শহরের নাটাল মোড় এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশি করে মালিকবিহীন একটি গাঁজার ব্যাগ উদ্ধার করেন এসআই হানিফ। সেটি থানায় জমা না দিয়ে গোপন করেন তিনি।

পুলিশ সুপার গোপন সূত্রে এ খবরটি জেনে যান। তৎক্ষণাৎ থানার ওসিকে তিনি ঘটনাটি অবহিত করেন। খবর পেয়ে ওসি ঘটনাস্থলে গিয়ে সত্যতা পান। এরপর ওই এসআই দেড় কেজি গাঁজা জব্দ দেখিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) অন্তর্ভুক্ত করেন।
উদ্ধার করা গাঁজা আত্মসাৎ করার উদ্দেশ্য ছিল এসআই হানিফ সরকারের—বিভিন্ন সূত্র থেকে এমন তথ্য নিশ্চিত হয়ে তাকে প্রত্যাহারের নির্দেশ দেন পুলিশ সুপার।

এ বিষয়ে পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বলেন, ‘পুলিশ অপরাধ করলে ছাড় নেই। তাকে প্রাথমিকভাবে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্ত করে অপরাধ প্রমাণিত হলে তার অফিসিয়াল শাস্তি হবে।’

আপনার মন্তব্য লিখুন