ঢাকাশুক্রবার , ২৬ এপ্রিল ২০২৪
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

তেঁতুলিয়ায় বোরো ক্ষেতে পানি দেওয়া সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
এপ্রিল ২৬, ২০২৪ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

মনজু হোসেন,স্টাফ রিপোর্টারঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বোরো ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুরাদ হোসেন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউপির অন্তর্গত মহল্লাল জোত গ্রামে এ ঘটনা ঘটে। মুরাদ দেবনগর ইউনিয়নের মিজানুর রহমানের ছেলে।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজয় কুমার রায় বলেন, বোরো ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুরাদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আবেদনের পর তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
স্থানীয়রা জানান, মুরাদ সকালে তেঁতুলিয়ার বাইপাস এলাকার বাংলা টি নিকটস্থ এলাকায় বৈদ্যুতিক মোটরে বোরো ক্ষেতে পানি দিতে যান। ওই সময় বৈদ্যুতিক তার হাতে জড়িয়ে পড়লে স্পৃষ্ট হয়ে তারসহ পানিতে পড়ে যান। এতে করে ক্ষেতের পানিও বিদ্যুতস্পৃষ্ট হলে ঘটনাস্থলে সে মারা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বাবা মিজানুর রহমান তার পরিবার, আত্মীয়-স্বজন হাসপাতালে ছুটে আসেন। হাসপাতালে বিদ্যুৎপৃষ্ট ছেলের নিথর মরদেহ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।

জানা যায়, মুরাদ হোসেন ছোট বেলা থেকে তেঁতুলিয়ার মহল্লালজোত এলাকায় নানা আজিজুলের বাড়িতে বেড়ে উঠেছেন। কৃষি কাজের পাশাপাশি পাথর ব্যবসার সাথে জড়িত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন