ঢাকাবুধবার , ২৪ এপ্রিল ২০২৪
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে বৃষ্টির জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে হাজারও মুসল্লির কান্না

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
এপ্রিল ২৪, ২০২৪ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

খাজা রাশেদ,লালমনিরহাট: সারাদেশের ন্যায় লালমনিরহাট জেলা জুড়ে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত৷ তীব্র রোদের তাপে অতিষ্ঠ মানুষ ও প্রাণিকুলের জীবন৷ হুমকির মুখে জমির ফসল। এ থেকে পরিত্রাণের জন্য মহান সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালার কাছে বৃষ্টি চেয়ে ইসতিসকার নামাজ ও দোয়া আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ।
এতে কয়েক হাজার মুসল্লী অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ১২টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা উচ্চ বিদ্যালয় মাঠে ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়।
উক্ত নামাজের ইমামতি সহ দোয়া পরিচালনা করেন বড়খাতা নূরানী জামে মসজিদের খতিব মাওলানা মো. নাজমুল হুদা। বড়খাতা বাজার ব্যবসায়ী ও ওলামা সমিতির উদ্যোগে এই নামাজ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, সকাল সাড়ে ১০ থেকে বড়খাতা উচ্চ বিদ্যালয়ের মাঠে খোলা আকাশের নিচে প্রথমে মুসল্লিরা নিজেদের পাপ মোচনের জন্য কান ধরে তওবা করেন। এরপর, টুপি ও পাঞ্জাবি উল্টে সালাতুল ইসতিসকার নামাজ ও পরে দুই হাত উল্টে ঘণ্টা ব্যাপী দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি মহান আল্লাহ তায়ালার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য মোনাজাত করেন।

আপনার মন্তব্য লিখুন