ঢাকাশুক্রবার , ৭ মে ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

গরম ভাত

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মে ৭, ২০২১ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

গরম ভাত
অজয় চক্রবর্তী

একটুখানি ভাতের গন্ধ
আসুক না মা নাকে,
কতদিন তো খাইনি ভাত
একটু নুন আর শাকে।

চাল পেয়েছি জল পেয়েছি
একটু আগুন দে,
প্রাণ মেতেছে আজকে
গরম ভাতের আনন্দে।

ঐ শোনা যায় মন্দিরেতে
ঘণ্টাধ্বনি বাজে,
দেবতারা তুষ্ট
আমার মন লাগে না কাজে।

হায় দেবতা তোমরা বাঁচো
আমরা মরে যাই,
খিদের জ্বালায় ঘুমিয়ে গেল
আর নড়ে না ভাই।

মসজিদে ওই আজান ধ্বনি
ঘুম ভাঙ্গে ভোরবেলা,
কাল জোটেনি একটু খাবার
পেটে ভীষণ জ্বালা।

স্বপ্ন তাও তো আর দেখি না
ঘুম আসে না যে,
আশার প্রদীপ একে একে
নিভিয়ে দিল কে?

কালবৈশাখী উড়িয়ে নিল
কুঁড়ে ঘরটার চাল,
বানের জলে ঘর ভেসে যায়
দেশজুড়ে আকাল।

আজ জুটেছে কাল কি হবে
কালের ভাবনা ভাবি,
একটুখানি গরম ভাত মা
তুই কি আমায় দিবি?

আরো পড়ুনঃ https://www.protidiner-bd.com/সম্মুখ-পানে-চলো/

আপনার মন্তব্য লিখুন