ঢাকাশুক্রবার , ১৯ জানুয়ারি ২০২৪
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

চোরকে ট্রেনের জানালায় ঝুলিয়ে ১ কিলোমিটার নিয়ে গেলেন যাত্রীরা!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জানুয়ারি ১৯, ২০২৪ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:: ট্রেনের জানালা দিয়ে মোবাইল চুরির চেষ্টা করছিলেন এক যুবক। কিন্তু সেটা আর পারেননি। হাতেনাতে ধরা পড়েছেন যাত্রীদের কাছে। এরপর সেই অবস্থাতেই তাকে চলন্ত ট্রেনের জানালায় ঝুলিয়ে প্রায় ১ কিলোমিটার পথ টেনে নিয়ে যান যাত্রীরা। এমনই চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে ভারতের বিহারে।

এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটি কবে ধারণ করা হয়েছে, তা নিশ্চিত করা যায়নি।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, চলন্ত ট্রেনে এক যাত্রীর কাছ থেকে ফোন চুরির চেষ্টা করেন ওই যুবক। কিন্তু সতর্ক ওই যাত্রী তাঁকে ধরে ফেলেন। এবং জানালার বাইরে ঝুলিয়ে প্রায় এক কিলোমিটার নিয়ে যান। পরে অন্যান্য যাত্রীরাও ওই চোরের হাত ধরে রাখেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ব্যবহারকারী একজন বলেন, ভাগলপুর বিহারের কাছে কালেশে একজন ছিনতাইকারী চলন্ত ট্রেন থেকে একজন যাত্রীর ফোন ছিনিয়ে নিচ্ছিল। কিন্তু সে তাতে সফল হতে পারেনি। যাত্রীরা ছিনতাইকারীকে ধরে প্রায় এক কিলোমিটার পর্যন্ত ঝুলিয়ে রেখেছিলেন।

এর আগে ২০২২ সালের বিহারে ট্রেনের জানালা দিয়ে মোবাইল চুরির সময় এক যুবককে হাতেনাতে ধরা হয়। পরে ওই চোরকে চলন্ত ট্রেনের জানালায় ঝুলিয়ে প্রায় ১০ কিলোমিটার পথ টেনে নেওয়া হয়।

আপনার মন্তব্য লিখুন