ঢাকাবুধবার , ২ ডিসেম্বর ২০২০
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

পাটগ্রামে ১৩ শতক জমি নিয়ে সংঘর্ষঃ এক যুবকের মৃত্যু! আহত ১০- গ্রেফতার ১

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ডিসেম্বর ২, ২০২০ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটের পাটগ্রামে ১৩ শত জমি নিয়ে সংঘর্ষে ১ যুবকের মৃত্যু। উভয় পক্ষের ১০ জন আহত,জমি নিয়ে সংঘর্ষে নিহত আব্দুল খালেক (২৮) উপজেলার বাউরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোতাহার হোসেন বাজার এলাকার জমগ্রামের বাসিন্দা আব্দুস সাত্তারের ছেলে।

সোমবার দুপুর ২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।গত ২৭ নভেম্বর শুক্রবার​ সকাল ১০টায় টার দিকে ছোটভাই ওয়াজেদ আলীর সাথে আব্দুল সাত্তারের জমি নিয়ে সংঘর্ষে বাঁধ ছিল। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়।

জানা গেছে, আব্দুর সাত্তার ও ওয়াজেদ আলীর দুই ভাইয়ের মধ্যে ১৩শত জমি নিয়ে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিবাদ চলে আসছিল। গত শুক্রবার সকালে​ দখলে থাকা আব্দুর সাত্তারের ১৩ শত জমিতে ওয়াজেদ আলীর লোকজন জমিতে থাকা ঘর ভেঙ্গে দিলে উভয় পক্ষের সংঘর্ষ বাধে। এতে আব্দুল খালেক মাথায় আঘাত করলে সে আহত হয়ে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে চিকিৎসার জন্য নিলে কতর্ব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ৩০ নভেম্বর সোমবার দুপুর ২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল খালেকের মৃত্যু হয়। এ ঘটনায় ওয়াজেদ আলীর ছেলে রবিউল (৩২) কে পাটগ্রাম থানা পুলিশ গ্রেফতার করেছেন।

পাটগ্রাম থানার অফিসার ইন চার্জ সুমন কুমার মোহন্ত ঘটনায়র সত্যাতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য লিখুন