ঢাকাশুক্রবার , ২৫ ডিসেম্বর ২০২০
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওষুধ পাচার, আটক-১

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ডিসেম্বর ২৫, ২০২০ ৭:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

রাশেদুল ইসলাম রাশেদ।। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওষুধ পাচারকালে শিরিন বেগম (২৮) নামের এক নারীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) মেডিকেল পূর্ব গেট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ সরকারি ওষুধ উদ্ধার করা হয়েছে।

আটক শিরিন নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের কেল্লাবন্দ মহল্লার আবু বক্করের স্ত্রী।

রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক জানান, দীর্ঘদিন ধরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সরকারি বিভিন্ন ধরনের ওষুধ বাজারে বিক্রি করে আসছে একটি চক্র। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে ওষুধ চুরি চক্রের সদস্য শিরিন বেগমকে হাতেনাতে আটক করে। এ সময় তার কাছ থেকে ইঞ্জেকশন, সিরিঞ্জ, ক্যাথেটার এবং ইউরিন ব্যাগসহ বিপুল পরিমাণ মূল্যবান ওষুধ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের জন্য সরকারি বরাদ্দকৃত এসব ওষুধ চুরি করে অন্যত্র বিক্রি করে আসছে চক্রটি। সরকারি সম্পদ রক্ষায় পুলিশের পক্ষ থেকে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য লিখুন