ঢাকাশনিবার , ২৮ নভেম্বর ২০২০
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় পুলিশ পরিচয়ে প্রতরণার অভিযোগে আটক ২ যুবক

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
নভেম্বর ২৮, ২০২০ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

ছাগলনাইয়া পুলিশ পরিচয়ে মোটর সাইকেল ও টাকা আত্মসাৎ এর অভিযোগে আনোয়ার হোসেন রনি(২৩) ও কামরুল হাসান শাহিন(২২) নামে দুই যুবককে গ্রেফতার করেছে ছাগলনাইয়া মডেল থানা পুলিশ

গত ২৭ নভেম্বর(শুক্রবার) দিবাগত রাত ১টার দিকে পৌর শহরের শহীদ মিনার সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। ছাগলনাইয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান তাদের গ্রফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহীন ছাগলনাইয়া পৌরসভার মধ্যম মটুয়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে এবং রনি একই এলাকার রুহুল আমিনের ছেলে।
মাহবুবুর রহমান আরও জানান, অভিযুক্ত শাহীনের সঙ্গে চট্টগ্রামের ভুজপুরের মোঃ হাসান নামের এক যুবকের সাথে পরিচয় ছিলো। সেই সূত্রে শাহীন হাসানের R15-V3 মডেলের মোটরসাইকেলটি বিক্রি করার আশ্বাস দিয়ে ছাগলনাইয়ায় নিয়ে আসে। হাসান সেখানে আসলে পুলিশ পরিচয়ে আনোয়ার হোসেন রনি ও আরও ২ জনের সহযোগিতায় শাহিন তার কাছ থেকে মোটরসাইকেলটি সহ নগদ ৩০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে হাসানের লিখত অভিযোগের ভিত্তিতে ছাগলনাইয়া মডেল থানার পুলিশ তাদের গ্রফতার করে।

মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

আপনার মন্তব্য লিখুন