ঢাকাশনিবার , ১৯ ডিসেম্বর ২০২০
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে প্রতিবন্ধী কিশোরীকে শ্লীনতাহানীর অভিযোগে চাচা গ্রেফতার

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ডিসেম্বর ১৯, ২০২০ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক প্রতিবন্ধি কিশোরীকে(১৬) শ্লীনতাহানীর অভিযোগে মোক্তার আলী(৬০) নামে এক চাচাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার(১৮ ডিসেম্বর) রাতে উপজেলার ভাদাই ইউনিয়নের বিন্নাগারী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, বুদ্ধি প্রতিবন্ধি কিশোরীকে বাড়িতে রেখে বৃহস্পতিবার(১৭ ডিসেম্বর) দুপুরে তার বিধবা মা বাহিরে গেলে মেয়েটি একা নিজ বাড়িতে অবস্থান করে। এ সুযোগে প্রতিবেশী চাচা মোক্তার আলী প্রতিবন্ধি ওই কিশোরীকে ডেকে পাশের সুপারী বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে শ্লীনতাহানী ঘটায়। এ সময় স্থানীয় এক মহিলা বিষয়টি দেখতে পেয়ে কিশোরীকে উদ্ধার করলে মোক্তার আলী পালিয়ে যায়। পরে কিশোরী ও উদ্ধার করা মহিলা বিষয়টি তার পরিবারসহ সমাজের গন্যমান্য ব্যাক্তিদের জানালে পরদিন সকালে স্থানীয় ভাবে বৈঠক বসে। তবে বৈঠকে অভিযুক্ত চাচা মোক্তার আলী উপস্থিত না হলে মেয়েটির মা বাদি হয়ে সন্ধ্যায় আদিতমারী থানায় একটি অভিযোগ দায়ের করেন। থানা পুলিশ অভিযোগটি আমলে নিয়ে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়ে অভিযুক্ত মোক্তার আলীকে নিজ গ্রাম থেকে গ্রেফতার করে।

মামলার বাদি ওই কিশোরীর মা জানান, লম্পট মোক্তার আলী দীর্ঘ দিন ধরে তার প্রতিবন্ধি কিশোরী মেয়েকে বিভিন্ন ভাবে উত্ত্যাক্ত করে আসছিল। কিন্তু তার পরিবারকে বিষয়টি জানালেও কোন কাজ হয়নি। বরংচ উল্টো তাদেরকে বিভিন্ন ধরনে হুমকী দিয়ে আসছিল। বৃহস্পতিবার দুপুরে বাড়িতে কেউ না থাকায় মেয়েকে ফুসলিয়ে বাগানে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা করে। তিনি ন্যায় বিচার দাবি করেন।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম বলেন, বাদির অভিযোগে প্রতিবন্ধি কিশোরীর শ্লীনতাহানীর দায়ে মোক্তার আলীকে গ্রেফতার করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন