ঢাকাশুক্রবার , ২৫ ডিসেম্বর ২০২০
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

মায়ের হাত ধরে আদালতের দ্বারে দ্বারে এখনো ঘুরছে ছোট্ট রাফি, ডিএনএ টেস্টে প্রমাণ দিয়েও বাবাকে পেল না!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ডিসেম্বর ২৫, ২০২০ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ডিএনএ টেস্টে প্রমাণ দিয়েও বাবাকে পেল না ছোট্ট রাফি
সদ্যজাত সন্তান ও স্ত্রীকে ফেলে লাপাত্তা স্বামী। খোঁজ মেলার পর অস্বীকার করলেন তাদের অস্তিত্ব। অধিকার আদায়ে মা গেলেন আদালতে। ডিএনএ পরীক্ষায় সন্তানের পিতৃপরিচয়ের স্বীকৃতি পেয়েছেন ঠিকই, কিন্তু কোর্ট-কাচারিতেই কেটে গেছে পাঁচটি বছর। মায়ের হাত ধরে ছোট্ট রাফি এখনো ঘুরছে আদালতের দ্বারে দ্বারে।

ভালোবেসে ইকবাল হোসেন বাবুকে বিয়ে করেন ফরিদপুরের সুখী আক্তার। বিয়ের চার বছর পর কোল জুড়ে আসে ফুটফুটে এক সন্তান। নাম রাখেন ইমরান হাসান রাফি।
রাফির আগমনের পর অদৃশ্য কারণে যোগাযোগ বন্ধ করে দেন তার বাবা। খোঁজ নিয়ে দেখা যায়, গোপনে আরেকটি বিয়ে করেছে তিনি। অস্বীকার করে বসেন আগের বিয়ে ও সন্তানকে।
রাফির বয়স এখন ৫ বছর। বাবার স্বীকৃতি চেয়ে মায়ের হাত ধরে ঘুরছেন আদালতের দ্বারে দ্বারে। বাবা ইকবাল হোসেন বাবু প্রথমে রাফিকে নিজের সন্তান মানতে নারাজ। মামলা গড়ায় আদালতে। আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, ইকবাল হোসেনই রাফির বাবা। এবার সন্তানকে স্বীকার করলেও স্ত্রীকে অস্বীকার করে বসেন পাষণ্ড স্বামী।

স্ত্রী সুখি আক্তার বলেন, বাচ্চাটা ২৪ মে জন্ম নেয়। ২৫ মে হাসপাতালে আসেন তিনি। পরে দেখে চলে যান। আর আসেনি।
ভুক্তভোগী এই নারী জানান, সন্তানের জন্য আইনি লড়াই করতে করতে তিনি এখন নিঃস্ব প্রায়। সঙ্গী এখন সামাজিক নানা বঞ্চনা।
কান্নাজড়িত কণ্ঠে সুখি বলেন, আমরা ছেলে আমাকে বলে আমার আব্বু কি নাই, এ জিনিসগুলো খুবই কষ্ট লাগে। আদালতে টাকা ছাড়া মানুষ কিছুই চিনে না। এখানকার মানুষগুলো খুবই নোংরা। কারোর মনে মায়া মমতা নেই।

ছোট্ট রাফি এখনো জানে না বাবার আদর কি। বাবা যেন থেকেও নেই। জন্মের পর বাবাকে শুধু দেখেছে আদালতের কাঠগড়ায়।
এ বিষয়ে জানতে রাফির বাবাকে ফোন করে সময় সংবাদ। তিনি জানান, তিন লাখ টাকার বিনিময়ে রফাদফা করছেন তারা। সেই প্রক্রিয়াই চলছে।

অভিযুক্ত ইকবাল হোসেন বাবু বলেন, যেহেতু ডিএনএ রিপোর্টে পজিটিভ এসেছে। আমরা সেই অনুযায়ী মীমাংসা করছি।
সন্তানের পিতৃপরিচয়ের জন্য মায়ের এমন অমানুষিক আইনি লড়াই করে সবাইকে।

আপনার মন্তব্য লিখুন