ঢাকাসোমবার , ২৮ ডিসেম্বর ২০২০
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

নাজিরপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ডিসেম্বর ২৮, ২০২০ ১০:৩৭ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মালিখালী ইউপি চেয়ারম্যান সুমন মন্ডল মিঠুর বিরুদ্ধে
অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার দুপুরে
নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে স্থানীয় শহশ্রাধীক নারী
পুরুষের আয়োজনে একটি প্রতিবাদ মানববন্ধন হয়। পরে ইউনিয়ন পরিষদ মিলনায়তন কক্ষে সংবাদ
সম্মেলনে করে ইউপি চেয়ারম্যান সুমন মন্ডল মিঠু। লিখিত বক্তব্যে ইউপি চেয়ারম্যান সুমন মন্ডল
মিঠু জানান, তার প্রতিপক্ষ গত নির্বাচনে পরাজিত প্ররোচনায় এলাকার কিছু লোকজন
নিয়ে তার বিরুদ্ধে এই অপপ্রচার চালিয়েছে। তিনি জানান, গত ৫ বছর মেয়াদে তার ইউনিয়নের
৪০ দিনের কর্মসূচির অধিকাংশ কাজ এই ওয়ার্ড সদস্যদের তত্বাবধানেই সম্পন্ন হয়েছে।

এক প্রশ্নের জবাবে সুমন মন্ডল জানান, তার পিতা ওই ইউনিয়নের ৪বার নির্বাচিত চেয়ারম্যান
ছিলেন এবং তিনিও পরপর ২বার নির্বচিত চেয়ারম্যান হয়েছেন। তার কাজ ও তাদের পরিবারের প্রতি
ইর্ষান্বিত হয়ে এবং আগামী নির্বাচনে তাকে হেয় প্রতিপন্ন করার উদ্যেশ্যেই প্রতিপক্ষরা
তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে। সংবাদ সম্মেলনে ইউনিয়নের ৮ জন ইউপি
সদস্য উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ২৩ ডিসেম্বর মালিখালী ইউনিয়নের পেনাখালী বাজারে ইউনিয়ন পরিষদের ২ জন
ইউপি সদস্য ও স্থানীয় কিছু লোকজন ইউপি চেয়ারম্যান সুমন মন্ডল মিঠু এর বিরুদ্ধে
বিভিন্ন অভিযোগ এনে একটি মানববন্ধন করে। এ বেপারে চেয়ারম্যান ঐ ইউপি সদস্যদের
বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিলে তিনি অভিযোগটি
আমলে নিয়ে উপজেলা সহকারি ভুমি কমিশনার এর নিকট তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ
দেন বলে জানান।

আপনার মন্তব্য লিখুন