ঢাকাবৃহস্পতিবার , ৩১ ডিসেম্বর ২০২০
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

ফুলের বিছানা থেকে উঠতে না উঠতে,শ্বশুরবাড়ি থেকে টাকা-পয়সা স্বর্ণালঙ্কার নিয়ে উধাও বর!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ডিসেম্বর ৩১, ২০২০ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

বিয়ের পরদিন শ্বশুরবাড়ি থেকে টাকা-পয়সা, স্বর্ণালঙ্কার ও মোবাইলসহ ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়েছে প্রতারক বর।

বুধবার (৩১ ডিসেম্বর) শিবচর উপজেলার পাচ্চর ইউনিয়নের গোয়ালকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, গোয়ালকান্দা গ্রামের হযরত বেপারীর বিধবা মেয়ে রোকেয়ার সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে সম্পর্ক গড়ে তোলেন রিদয়। তিনি রাজধানীর গাবতলীর ঠিকানা দিয়ে তার বাবা-মা বেঁচে নেই বলে জানান। এক পর্যায়ে রোকেয়াকে বিয়ের প্রস্তাব দেন রিদয়।

গত ২৯ ডিসেম্বর রোকেয়াকে বিয়ে করে শ্বশুরবাড়ি উঠেন রিদয়। পরদিন ৩০ ডিসেম্বর রাতে কৌশলে স্বর্ণালঙ্কার, টাকা, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে মেহমান আসবে বলে বাড়ি থেকে বের হয়ে উধাও হয়ে যান তিনি।

ভুক্তভোগী রোকেয়া আক্তার বলেন, রিদয় আমার সঙ্গে প্রেমের অভিনয় করে আমাকে বিয়ে করে। বিয়ের পরদিন সে কৌশলে আমার ঘরে থাকা টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছে। আমি এই প্রতারকের বিচার চাই। আমার প্রথম স্বামী কয়েক বছর আগে মারা গেছেন। নতুন করে সংসারের আশায় আমি ওকে বিয়ে করেছি। ও যে আমার সঙ্গে এমন প্রতারণা করবে আমি বুঝতে পারিনি।

শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।

আপনার মন্তব্য লিখুন