ঢাকাবৃহস্পতিবার , ১০ ডিসেম্বর ২০২০
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

ভ্যাকসিনের খবরে বিশ্বে বাড়ছে তেলের দাম

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ডিসেম্বর ১০, ২০২০ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

করোনার টিকা প্রয়োগ শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশ। আর এর ফলে আস্থা ফিরতে শুরু করেছে বিশ্ব অর্থনীতির বাজারে। প্রভাব পড়ছে আন্তর্জাতিক তেলের বাজারেও। বিশ্ব বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ৪৯ ডলার ছাড়িয়ে গেছে।

চলতি সপ্তাহেই ব্রিটেনে টিকা প্রয়োগ শুরু হয়েছে। শোনা যাচ্ছে সপ্তাহ ঘোরার আগেই যুক্তরাষ্ট্রেও টিকা প্রয়োগ শুরু হতে পারে। বুধবার কানাডাও টিকার অনুমোদন দিয়েছে।

গণমাধ্যমে কয়েকদিন ধরেই টিকা প্রয়োগের খবর দাপিয়ে বেড়াচ্ছে। ফলে তেলের দামও বাড়ছে তিন ধরে। এই প্রতিবেদন লেখার সময় তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৯ দশমিক ২১ ডলারে উঠে যায়। এ ছাড়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ৪৫ দশমিক ৭৪ ডলারে উঠেছে।

তেলের চাহিদাও বাড়তে শুরু করেছে। এতে মার্কিন তেল সংরক্ষণাগারগুলোতে তেলের মজুত ১৫ দশমিক ২ মিলিয়ন ব্যারেল বেড়েছে।

এদিকে বাজারে চাহিদা বাড়ায় ওপেক আগামী জানুয়ারি মাসে তেলের সরবরাহে দিনে ৫ লাখ ব্যারেল বাড়িয়ে দেবে বলে জানিয়েছে। তবে একবারে এই সরবরাহ বাড়াবে না তারা। বাজারের স্থিতিশীলতা ধরে রাখতে ধাপে ধাপে সরবরাহ বাড়ানো হবে।

আপনার মন্তব্য লিখুন