ঢাকাবুধবার , ৯ ডিসেম্বর ২০২০
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মীদের কর্মবিরতির ১৪ তম দিন চলছে!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ডিসেম্বর ৯, ২০২০ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের মধুপুরে বেতন বৈষম্য নিরসনের দাবিতে সারাদেশের ন্যায় কর্মবিরতি পালন অব্যাহত রয়েছে।

বুধবার (০৯ ই ডিসেম্বর) সকাল থেকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সকল টিকা বা ভ্যাকসিন প্রদান থেকে বিরত থেকে কর্মবিরতি পালন করছেন। এতে ১৪ তম দিনের মতো কর্মবিরতি পালন করছেন মধুপুর উপজেলার স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীগণ।

তারা বলেন, “নিয়োগ বিধি সংশোধন, বেতন স্কেল ও পদমর্যাদাসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক ১১ তম গ্রেড, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ১২ তম গ্রেড ও স্বাস্থ্য সহকারিদের বেতন ১৩ তম গ্রেডে উন্নতি করতে হবে। বেতন বৈষম্য নিরসনের দাবি জানাচ্ছি।”

উল্লেখ্য যে, আন্দোলনের ফলে কোভিড-১৯ এর ভয়াবহ পরিস্থিতিতে গ্রাম পর্যায়ের স্বাস্থ্য সেবা মারাত্মক হুমকির মুখে পড়েছে। এখনই আলোচনায় বসে কাজে ফেরানো না না গেলে গ্রামের দরিদ্র মানুষগুলো চরম ক্ষতিগ্রস্থ হবে। এছাড়াও ব্যাপক হারে করোনা সংক্রমণের বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করছেন সচেতন মানুষ।

আপনার মন্তব্য লিখুন