ঢাকারবিবার , ২১ এপ্রিল ২০২৪
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় শ্যালিকা-দুলাভাই নিহত

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
এপ্রিল ২১, ২০২৪ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

খাজা রাশেদ,লালমনিরহাট।লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রাকের ধাক্কায় ২ জন (শ্যালিকা-দুলাভাই)নিহত ও ৪ জন আহত হয়েছেন।

রবিবার (২১ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শ্যালিকা এবং এর আগে শনিবার বিকেলে দুলাভাইয়ের মৃত্যু হয়।  

এর আগে,
শনিবার (২০ এপ্রিল) সকালে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে উপজেলার দিঘীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চিকিৎসাধীন অবস্থায় ওইদিন বিকেলে একই উপজেলার ধুবনী গ্রামের বাসিন্দা আব্দুল কাইয়ুমের (৭০) ও রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মধ্য গড্ডিমারী গ্রামের হানিফ আলীর স্ত্রী জলেখা বেগমের (৬৫) মৃত্যু হয়। নিহত আব্দুল কাইয়ুম ও জলেখা বেগম সম্পর্কে শ্যালিকা-দুলাভাই।

 
স্থানীয়রা জানান, যাত্রীবাহী ভ্যানযোগে কয়েকজন সহ বাজারে যাচ্ছিলেন বৃদ্ধ আব্দুল কাইয়ুম। এ সময় ভ্যানটি দিঘীহাট এলাকায় আসলে বুড়িমারী থেকে ছেড়ে আসা বালু বোঝাই একটি ট্রাক ভ্যানটির পিছনে ধাক্কা দিলে ছিটকে পড়ে ভ্যান চালকসহ ৬ জন আহত হন। ঐ সময়, স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে,আশংকাজনক অবস্থায় ৩ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় বৃদ্ধ আব্দুল কাইয়ুম ও রোববার সকালে তার শ্যালিকা জুলেখা বেগম মৃত্যু হয়।

হাতীবান্ধা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য লিখুন