ঢাকাশনিবার , ৬ নভেম্বর ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
নভেম্বর ৬, ২০২১ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

আশরাফুল হক, লালমনিরহাট।। “বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন”এই প্রতিপাদ্যে লালমনিরহাটে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার (৫নভেম্বর) জেলা সমবায় ও স্থানীয় সমবায়ীবৃন্দের যৌথ আয়োজনে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু জাফরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মারুফা জামাল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, বীর প্রতিক ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক, গেড়িলা লিডার ড.শফিকুল ইসলাম কানু।

আরো পড়ুনঃলালমনিরহাটে মাদকের এডমিন গ্রেফতার!

মৃত্যুপথযাত্রী স্বামীকে কিডনি দিয়ে বাঁচালেন স্ত্রী রুমা!

স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় অফিসার ফরিদ উদ্দিন সরকার। অন্যান্যের মধ্যে সদর উপজেলা সমবায় অফিসার রিয়াজুল হক, সাপটানা ১নং আবাসন বহুমুখী সমবায় সমিতির সভাপতি রাশেদ ইসলাম, সমবায়ী রফিকুল ইসলাম, রুহুল আমীনসহ স্থানীয় সমবায়ীবৃন্দ বক্তব্য দেন।

অনুষ্ঠান চলাকালীন সময়ে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে যোগ দিয়ে বক্তব্য দেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। পরে রাজস্ব বেশি পরিমানে আদায় হওয়ায় রাসা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতিসহ ৫টি সমিতিকে এবং আশ্রয়ণ প্রকল্প ক্যাটাগরিতে সাপটানা ১নং আবাসন বহুমুখী সমবায় সমিতিসহ ৩টি সমিতিকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
আশরাফুল হক/আরইসআর

আপনার মন্তব্য লিখুন