ঢাকাবুধবার , ১৬ ফেব্রুয়ারি ২০২২
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জে সেই প্রতিবন্ধী কন্যা আজ ৭ মাসের অন্তঃসত্ত্বা: ধর্ষককে কবে ধরবে পুলিশ?

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ফেব্রুয়ারি ১৬, ২০২২ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

রাশেদুল ইসলাম রাশেদ,স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ পৌরশহরের ৪নং ওয়ার্ডের পূর্ব বাইপাস মোড় এলাকায় দীর্ঘদিন থেকে এক বুদ্ধি প্রতিবন্ধী নারী তার বাক প্রতিবন্ধী কিশোরী মেয়েসহ ভাইয়ের বাড়ির পাশে বসবাস করে আসছেন। বাক প্রতিবন্ধী ওই কিশোরীর বাবা প্রায় ১৪ বছর আগে মারা যায়। মা বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় বাক প্রতিবন্ধী কিশোরীকে বাড়িতে রেখে বিভিন্ন এলাকায় ভিক্ষাবৃত্তি করেন।

এ সুযোগে প্রতিবেশী মৃত আকবার আলী ওরফে ঝড়ু মিয়ার ছেলে নুরু মিয়া (৫০) বিভিন্ন সময়ে ওই বাক প্রতিবন্ধী কিশোরীকে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। ওই বাক প্রতিবন্ধী কিশোরীর শারীরিক অবস্থার পরিবর্তন হওয়ায় পরিবারের লোকজনের সন্দেহ হলে তাকে পৌরশহরের মা ডায়াগনস্টিক সেন্টারে গত ৯ জানুয়ারী আল্ট্রাসনোগ্রাফি করেন। পরীক্ষার রিপোর্টে দেখা যায় ওই বাক প্রতিবন্ধী কিশোরী ৫ মাসের অন্তসত্ত্বা। পরে ওই বাক প্রতিবন্ধী কিশোরীর মামা গত ১৫ জানুয়ারি বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলা দায়ের করার এক মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত আসামিকে গ্রেফতার করতে পারে নি সুন্দরগঞ্জ থানা পুলিশ। অন্য দিকে বাক প্রতিবন্ধী কিশোরী এখন আনুমানিক ৭ মাসের অন্তঃসত্ত্বা। গর্ভে দিন দিন বেড়ে উঠতেছে সন্তান; ফলে চেহারার অবনতি হচ্ছে বলে জানিয়েছেন প্রতিবন্ধীর মামা সফিকুল ইসলাম।

আসামিকে কেন গ্রেফতার করতে পারলো না পুলিশ?
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাফায়েত জানান, আসামি পেশায় একজন রাজমিস্ত্রী।তার ব্যবহৃত কোনো মোবাইল ফোন নেই, তবুও তার ভোটার নম্বর দিয়ে একটি ফোন নম্বর পেয়েছিলাম – সে নম্বরটিও বন্ধ আছে দীর্ঘ দিন ধরে। তার সকল আত্মীয় – স্বজন বন্ধু বান্ধব সকল জায়গায় চিরুনি অভিযান করেছি ; কোথাও আসামির অস্তিত্ব পাওয়া যায় নি। তবে আসামি যেখানে থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনবেন বলে জানান এসআই রাফায়েত৷

ওসি তদন্ত মোঃ আব্দুল আজিজ জানান, আসামিকে গ্রেফতার করতে সুন্দরগঞ্জ থানা পুলিশ তৎপর রয়েছে।
রাশেদুল ইসলাম রাশেদ/প্রতিদিনের বিডি

আপনার মন্তব্য লিখুন