ঢাকামঙ্গলবার , ৮ ডিসেম্বর ২০২০
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলের মধুপুরে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ বিতরণ অনুষ্ঠান

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ডিসেম্বর ৮, ২০২০ ১০:৩৮ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের মধুপুরে রবি ২০২০/২১ মৌসুমে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামুল্যে সহায়তা প্রদানকারী কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪,৬০০ জন কৃষকদের মাঝে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে মধুপুর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

মধুপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এবং উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ ছরোয়ার আলম খান আবু, চেয়ারম্যান মধুপুর উপজেলা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাসুদ পারভেজ মেয়র মধুপুর পৌরসভা, ষষ্ঠিনা নকরেক মহিলা ভাইস চেয়ারম্যান মধুপুর উপজেলা পরিষদ, এডভোকেট ইয়াকুব আলী সহ-সভাপতি মধুপুর উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রশিদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিক ও অন্যান্য নেতৃবৃন্দ। সংক্ষিপ্ত বক্তব্যে পৌর মেয়র মাসুদ পারভেজ বলেন- কৃষিকে সম্বৃদ্ধশালী করতে হলে কৃষককে একটি ট্রেনিং এর মাধ্যমে উচ্চ ফলনশীল ফসল উৎপাদনের বিষয়ে ধারনা দিয়ে বীজ বিতরণ করতে হবে।

তাহলেই সঠিক নিয়মে ফসল উৎপাদন করে কৃষক লাভবান হবে এবং দেশ কৃষিতে সমৃদ্ধি লাভ করবে। পরিশেষে কৃষি ফসল বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের করণীয় বিষয় নিয়ে দিক নির্দেশনা প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মাহমুদুল হাসান। অনুষ্ঠান শেষে কৃষকদের মাাঝে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ বিতরণ করা হয়।

আপনার মন্তব্য লিখুন