ঢাকারবিবার , ২০ ডিসেম্বর ২০২০
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

ফুলগাজীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এস্কেভেটর ও ড্রেজার মেশিন জব্দ, বেকারীতে জরিমানা

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ডিসেম্বর ২০, ২০২০ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

ফেনীর ফুলগাজী উপজেলার জিএমহাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩টি এস্কেভেটর মেশিন, ২শ মিটার পাইপসহ ৪টি ড্রেজার মেশিন জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

২০ ডিসেম্বর দুপুরে উপজেলার জিএমহাট ইউনিয়নের হাজী মনির আহম্মদ কলেজের পিছনে বড় পাথরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজেস্ট্রেট সাইফুল ইসলাম সোহেল।

যানা যায়, গত ৩ বছর ধরে অবৈধভাবে ফসলি জমি নষ্ট করে মাটি ও বালু উত্তোলন করে বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রভাবশালী মহল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালাতে গিয়ে দেখা যায়, ৩টি এস্কেভেটর ও ৪টি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এসময় এস্কেভেটর, ড্রেজার মেশিনসহ বালু উত্তোলন করার অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

অন্যদিকে জিএমহাট বাজারের আওলিয়া বেকারীতে অপরিস্কার, পঁচা-বাসি ও নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বেকারীর কর্তৃপক্ষকে ২ দিনের মধ্যে বেকারী পরিচ্ছন্ন করে খাবার তৈরির শর্ত আরোপ করা হয়। অন্যথায় সীলগালা করে দিবেন বলে হুশিয়ারী করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজেস্ট্রেট।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুল হক ও ফুলগাজী থানা পুলিশের একটি টিম।

আপনার মন্তব্য লিখুন