ঢাকাসোমবার , ১৩ মার্চ ২০২৩
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মার্চ ১৩, ২০২৩ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

খাজা রাশেদ, লালমনিরহাটঃ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করা হয়েছে। ১৩মার্চ(সোমবার) সকাল ১১টায় বাংলাদেশ শিক্ষক সমিতি লালমনিরহাট জেলা শাখার সভাপতি খুরশীদুজ্জামান আহমেদের সভাপতিত্বে শহরের মোড় চত্ত্বরে বাংলাদেশ শিক্ষক সমিতি লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ কর্মসুচি অনুষ্ঠিত হয়।

সদরের কুলাঘাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশেদুজ্জামান মিলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি পাটগ্রাম উপজেলা শাখার স্বপন রায়, হাতীবান্ধা উপজেলা শাখার সভাপতি মজিবর রহমান, আদিতমারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক রওশন মোহন, সদর উপজেলা শাখার সভাপতি খায়রুজ্জামান মন্ডল বাদল ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদ প্রমুখ। এ সময়ে বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা ও উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দগন উপস্থিত ছিলেন।

মানববন্ধন কর্মসূচি শেষে
প্রধানমন্ত্রী বরাবর লালমনিরহাট জেলা প্রশাসকের মাধ্যমে “মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী সমীপে- বাংলাদেশ শিক্ষক সমিতি লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ও সভাপতি স্বাক্ষরিত স্মারকলিপি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি. এম. এ. মমিনেে নিকট হস্তান্তর করা হয়।ঐ সময়ে স্মারকলিপি হস্তান্তরের পরে এক শিক্ষক অসুস্থ্য হয়ে পড়ে। পরে তাকে চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে নেয়া হয়।

আপনার মন্তব্য লিখুন