ঢাকাশুক্রবার , ২৫ ডিসেম্বর ২০২০
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবে ক্ষমা চাইলেন

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ডিসেম্বর ২৫, ২০২০ ১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে তার কার্যালয়ের বিরুদ্ধে ওঠা রাজনৈতিক তহবিল সংক্রান্ত আইন ভঙ্গের অভিযোগ অস্বীকার করার জন্য ক্ষমা চেয়েছেন। একইসঙ্গে তার কার্যালয়ের তহবিল ব্যবস্থাপনার বিষয়টি জানতেন না বলেও স্বীকার করেছেন। রয়টার্স।

জাপানে রাজনৈতিক তহবিল সংক্রান্ত কঠোর আইনের আওতায় রাজনীতিবিদরা তাদের সমর্থকদের জন্য অর্থব্যয় করা কিংবা তাদেরকে কোনওরকম উপহার-উপঢৌকন দিতে পারেন না। শিনজো আবে ক্ষমতায় থাকাকালে তার কার্যালয় সমর্থকদের জন্য ডিনার পার্টি আয়োজন করে সেই পার্টির খরচের বিষয়টি চেপে গেছে- এমন সন্দেহ থেকে তহবিল আইন ভঙ্গের অভিযোগ উঠেছে।

বিষয়টিকে কেন্দ্র করে আবে সমালোচনারও শিকার হয়েছেন। কিন্তু গতবছর ওই অভিযোগ নিয়ে পার্লামেন্টে আবেকে প্রশ্ন করা হলে তিনি তা অস্বীকার করেন। প্রশ্নোত্তর পর্বে তিনি মিথ্যা বক্তব্য দেন।

এবার সেই কৃতকর্মের জন্যই বৃহস্পতিবার ক্ষমা চাইলেন আবে। আর্থিক নিয়ম ভঙ্গের ওই ঘটনায় জেরার জন্য আবেকে শুক্রবার পার্লামেন্টে তলব করার কথা রয়েছে। সেখানে মিথ্যা বিবৃতি শুধরে নেবেন বলেও জানিয়েছেন আবে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আবে বলেন, তার অফিস তহবিলের বিষয়টি নিয়ে কী করেছে তা তিনি জানতেন না। কিন্ত এর পুরো দায় নিজের বলেই বোধ করছেন তিনি।

সাংবাদিকদের আবে বলেন, ‘আমি প্রকৃত বিষয়টি ব্যাখ্যা না করে পারছি না। পার্লামেন্টে দেওয়া বিবৃতিও আমি শুধরাব।’ পুরো পরিস্থিতির জন্য রাজনৈতিক দায় নিচ্ছেন জানিয়ে তিনি বলেন, ‘হিসাব-নিকাশের বিষয়টি আমার জ্ঞাতার্থে না হলেও আমি আমার নৈতিক দায়ি

আপনার মন্তব্য লিখুন