ঢাকাশনিবার , ২ জানুয়ারি ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় যুবলীগ সভাপতিকে দল থেকে বহিষ্কার

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জানুয়ারি ২, ২০২১ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের ধনবাড়ী পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে সমর্থন না দিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান বকুলকে দল থেকে অব্যাহতি দিয়েছে জেলা যুবলীগ।

শুক্রবার (১ জানুয়ারি) রাতে জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চল ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক সাক্ষরিত পত্রে অব্যাহতির এ ঘোষণা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক।

তিনি জানান, ধনবাড়ী পৌর নির্বাচনে নৌকার প্রার্থীকে সমর্থন না দেওয়ায় এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন দাঁড়ানোর জন্য ধনবাড়ী উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামানকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান বলেন, ফেসবুকে দেখেছি আমাকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এখনও হাতে চিঠি পাইনি।

উল্লেখ্য, ১৬ জানুয়ারি ধনবাড়ী পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন। বিএনপির মনোনয়ন পেয়েছেন এস এম এ ছোবহান। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী কিসলু ও উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান বকুল।

আপনার মন্তব্য লিখুন