ঢাকাশুক্রবার , ৫ ফেব্রুয়ারি ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে এক কোদাল মাটি নেওয়ায় নারীকে শ্লীলতাহানি!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ফেব্রুয়ারি ৫, ২০২১ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধি।। লালমনিরহাটে এক কোদাল মাটি নেওয়ার অভিযোগে এক নারিকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে।

লালমনিরহাট সদর উপজেলার হাড়িভাঙ্গার গরের পার এলাকার মোঃ সেলিম উদ্দিনের স্ত্রী মোছাঃ কুলছুম বেগম লালমনিরহাট সদর থানায় এ অভিযোগ দায়ের করেন।
আরো পড়ুনঃ https://www.protidiner-bd.com/অসহায়-পরিবারের-জমি-জবর-দ/
অভিযোগ সূত্রে জানা যায়, সরকারি জমিতে বসবাসকারি কুলছুম বেগম তার ছায়লার নিকট হতে এক কোদাল মাটি তুলে নেয় বাড়িতে নেওয়ার জন্য। এসময় অভিযুক্ত ব্যক্তিগন বাধা দেয় এবং উভয়ের মাঝে কথাকাটি হয়। পরে ৩ফেব্রুয়ারী (বুধবার) বিকেল তার বাড়ি উচ্ছেদের চেষ্টা করে। অভিযোগে উল্লেখ করে কুলছুম বেগম বলেন, কোদাল দিয়ে মাটি নেওয়াতে আমাকে গালমন্দ করে এবং আমার বাড়ি উচ্ছেদের চেষ্টা করে। আমি বাধা দিলে শফিকুল ইসলামের পুত্র আরিফুল ইসলাম (২০), মৃত জহির উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৫০)শফিকুল ইসলামের স্ত্রী পেয়ারী বেগম (৪৫) সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা,লোহার রড দিয়ে আমার বাড়ির বেড়া টাটি ভাংচুর করে এতে আমার ব্যাপক ক্ষতি সাধন হয়। আমি বাধা দিতেই আমার উপর আক্রমণ করে এলোপাতাড়ি মারধর করে বিবস্ত্র করে। এসময় আমি বিবস্ত্র অবস্থায় মাঠিতে পরে থাকি।

এ ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গেলে স্থানীয়রা আমাকে উদ্ধার করে অপরিচিত অটোযোগে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। বর্তমানে আমি সদর হাসপাতালের ৬০ নাম্বার বেডে চিকিৎসাধীন আছি।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম বলেন,অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন