ঢাকাসোমবার , ৭ ডিসেম্বর ২০২০
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

ইএফটিতে বেতন পেতে প্রাথমিক শিক্ষকদের যা করতে হবে

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ডিসেম্বর ৭, ২০২০ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

বর্তমান সরকার মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে তিন লাখ ৮০ হাজার শিক্ষকের বেতন অনলাইন করছে। এর ফলে আগামী জানুয়ারি মাস থেকে শিক্ষকরা বেতন-ভাতা ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) এর মাধ্যমে দেশের তফসিল ব্যাংকগুলো থেকে আছে তুলে নিতে পারবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

তবে এখনো অনেক শিক্ষক ত্রুটিপূর্ণভাবে ইফটি ফরম পাঠাচ্ছেন। এ সংক্রান্ত একটি নির্দেশনা গত রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাইটে প্রকাশ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, উপজেলা/থানা শিক্ষা অফিস ক্লাস্টারভিত্তিক শিক্ষকদের চাকরি সংক্রান্ত তথ্যাদি ফরম পূরণের বিষয়ে সকলকে অবহিত করতে হবে। সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসারের তত্ত্বাবধানে টিম গঠন করে ডাটা এন্ট্রি কার্যক্রমে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হবে।

এক্ষেত্রে যেসব কাগজপত্র প্রয়োজন হবে তা হলো-

১) জাতীয় পরিচয়পত্রের ফটো কপি।

২) এসএসসি পাসের সনদের ফটোকপি।

৩) শিক্ষকের ব্যাংক হিসাবের চেক বইয়ের ফটোকপি (বাইডিং নম্বরসহ)।

৪) স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

৫) সন্তানের জন্ম নিবন্ধন সনদ/জাতীয় পরিচয়পত্রের/প্রতিবন্ধী সন্তানের ক্ষেত্রে সমাজসেবা অধিদফতরের পরিচয়পত্রের ফটোকপি।

৬) ঋণ সংক্রান্ত তথ্যাদি (ডিপিএফ/গৃহনির্মাণ/কম্পিউটার/মোটর সাইকেল ইত্যাদি)।

৭) উচ্চতর স্কেলের তথ্য

৮) সর্বশেষ বার্ষিক বর্ধিত বেতন নির্ধারণের ফটোকপি।

৯) সাধারণ ভবিষ্যৎ তহবিল (ডিপিএফ) -এর তথ্য।

১০) ব্যাংক সংক্রান্ত তথ্য: হিসাবের নাম (ইংরেজিতে), হিসাব নম্বর (ধরণসহ) ব্যাংকের নাম, শাখা।
এসব তথ্য যাচাই করে উপজেলা শিক্ষা কর্মকর্তারা স্বাক্ষরসহ শিক্ষকদের কাছ থেকে ফরমসহ জমা নিবেন। সংযুক্ত রেকর্ডপত্র যাচাই করে ‘আইবাস প্লাস প্লাস’ সফটওয়ারে এন্ট্রি প্রক্রিয়া গ্রহণ করতে হবে। আইবাস ফরম পূরণ শেষ হলে প্রত্যেক ফরমে সংশ্লিষ্ট শিক্ষক এবং উপজেলা/থানা শিক্ষা অফিসারের সাক্ষর ও সিলমোহর প্রদান করবেন। চার সেট ফরম পূরণ করতে হবে। চূড়ান্ত প্রক্রিয়া শেষ হলে চার সেট ফরমের এক কপি সংশ্লিষ্ট শিক্ষক, এক কপি উপজেলা/থানা শিক্ষা অফিসারের ব্যক্তিগত নথির জন্য, এক কপি হিসাব রক্ষণ অফিসে এবং অবশিষ্ট কপি সিলগালা করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে।

আপনার মন্তব্য লিখুন