ঢাকারবিবার , ২০ ডিসেম্বর ২০২০
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

গোধূলি বেলা!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ডিসেম্বর ২০, ২০২০ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

(গোধূলি বেলা)
অপর্ণা চক্রবর্তী

সীমাহীন আকাশে লোহিত আলোর মেলা-
পশ্চিমের অস্তরাগে রাঙা আবিরের খেলা।
গোধূলি বেলায় রাখাল বালকেরা –
গোরু লয়ে গোষ্ঠে তাদের ফেরা।
বিহঙ্গের দল যত ফেরে এই লগনে
চারদিকে মলয় বাতাস বয়ে যায় ক্ষণে ক্ষণে।
নদীর জলে যখন গোধূলির রক্তিম আভা পড়ে
প্রকৃতি তখন এক মনোরম স্বপ্নের রূপ গড়ে।
ক্ষুদ্র বালুকনা চিক চিক করে সমুদ্র উপকূলে
তারাও প্রাণ ফিরে পায় তোমার আভাস পেলে।
আনমনা মন খুঁজে বেড়ায় তাকে
ইচ্ছে গুলো সব ডানা ঝাপটায় ফাঁকে।
গোধূলির এক চিলতে মেঘের আড়ালে
মন আটকায় বিষন্ন বেড়াজালে।
গোধূলি লগনের অন্তিমে
সন্ধ্যা ধরায় আসে নেমে।
গ্রামের বধূর সব তুলসী তলায়
গলায় আঁচল দিয়ে প্রদীপ জ্বালায়।
ঘরে ঘরে জ্বলে ওঠে সন্ধ্যা বেলার বাতি
ধরনীতে নামবে এবার ঘন অন্ধকার রাতি।
সুখের সোহাগে মন হয়ে ওঠে চঞ্চল
গোধূলির মায়াজালে জড়িয়ে তা অবিচল।
গোধূলির মোহে মুগ্ধ সেসব দিন গুলো
জীবনের বাঁকে হারিয়েছে রক্তিম আভায় সেগুলো।

আপনার মন্তব্য লিখুন