ঢাকারবিবার , ৩ জানুয়ারি ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

চলিতেছি পথ!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জানুয়ারি ৩, ২০২১ ১১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

চলিতেছি পথ
প্রবীণ কুমার বালা

এখনো সূর্য ওঠেনি জেগে-
একা চলিতেছি পথে।
শীতের আমেজ, আকাশ বাতাস জুড়ে-
ঘুমোচ্ছে প্রকৃতি, কুয়াশার চাদর গায়ে।
দূর পাহাড়ের মন্দির হতে আসিতেছে মঙ্গল-ঘন্টা ধ্বনি-
হৃদ মন্দিরে বেজে ওঠে যেন, তারই প্রতিধ্বনি।
চলিতেছি পথ—-
পুরে মনোরথ ।
হঠাৎ কেনো শঙ্কা জাগে মনে!
কে যেন আমায় পিছন হতে ডাকে।
ফিরে ফিরে চাই, কিছু দেখিতে না পাই-
সম্মুখ পানে আবার সবেগে ধাই-
মনে মনে ভাবি, অতীত কি ডাকিল মোরে!
ওরে অতীত ! দূরে চলে যা’ আসিস না তুই ফিরে।
বড় ব্যথা এ বুকে—-
শুধাই বলো কারে!
কেহ নাই এ জগতে, অপরের ব্যথা শোনে-
সকলে ব্যস্ত আপন ব্যথা নিয়ে।
তাই থাকি চুপ করে-
কি হবে বলো, নিজের কষ্ট বলে?
করিবে উপহাস-
নিয়তির পরিহাস-
তাই নিয়েছি মেনে-
পথ চলি আপন মনে

লেখকঃ

 

আপনার মন্তব্য লিখুন