ঢাকামঙ্গলবার , ২৬ মার্চ ২০২৪
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে আইসক্রিম খাওয়ায় ৩ শিশুকে শিকলে বেঁধে হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্যাতন

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মার্চ ২৬, ২০২৪ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে দোকানদারের অনুপস্থিতিতে ফ্রীজ খুলে আইসক্রিম খাওয়ার কারনে ৩ শিশুকে শেকলে বেঁধে তালাবদ্ধ করে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ব্যাবসায়ী আনোয়ার স্টোরের মালিক মোঃ আনোয়ার হোসেন, পিতাঃ কাঞ্চন হাওলাদার।

গত সোমবার (২৫/০৩/২৪ইং) তারিখ সন্ধ্যার দিকে উপজেলার ৮ নং মদনপুরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মৃধার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিশুরা হলো, (১). আব্দুল্লাহ (৮), (২). ফাহিম (১০), ও ইমাম হোসেন (৭).

স্থানীয় প্রতিনিধির পাঠানো তথ্য অনুযায়ী জানাগেছে, ঘটনার দিন বিকালে মদনপুরা ইউনিয়নের মৃধার বাজার এলাকার আনোয়ার ষ্টোর দোকানের ফ্রিজ থেকে ঐ তিন শিশু দোকানদারের অনুপস্থিতিতে তিনটি আইসক্রিম নিয়ে খেয়ে ফেলে। পরে দোকান মালিক এসে শিশুদের আইসক্রিম খেতে দেখেন। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রেগে গিয়ে তিন শিশুকে শিকলে বেঁধে তালাবদ্ধ করে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেন।খবর শুনে শিশুদের অভিভাবকগন রাত আনুমানিক ১০ টার সময় শিশুদের উদ্ধার করে আহত অবস্থায় বাউফল উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. সাইদুর রহমান বলেন, শিশুদের পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে৷

এ ব্যাপারে বাউফল থানা অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন