ঢাকাবৃহস্পতিবার , ১৭ ডিসেম্বর ২০২০
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

মেঘ-পাহাড়ের ভালোবাসা!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ডিসেম্বর ১৭, ২০২০ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

(সুনির্মল বসু)

তারপর একদিন একটা ভাসমান মেঘ আকাশে উড়ে- যেতে যেতে একটা পাহাড়কে দেখে মুগ্ধ হলো, পাহাড়ের মৌনতা, উচ্চতা, উদারতা তাঁর ভালো
লেগে গিয়েছিল। সে বলল, হে শৈল শিখর,
ভালোবাসি তোমাকে,
পাহাড় বলল, কোন্ দূরপথ দিয়ে এলে,
মেঘ বলল, জলীয় বাষ্প থেকে ঊর্ধ্বে উঠে কত নগর বন্দর অরণ্য লোকালয় পেরিয়ে তোমার কাছে এলাম,
পাহাড় বলল, পথের অভিজ্ঞতা বলো,
মেঘ বলল, মানুষের সুখের চেয়ে অসুখ বেশি, গরীব মানুষেরা মোটের উপর সুখী, বড়লোকদের দুঃখ কষ্ট অনেক,
পাহাড় বলল, মানুষের দুঃখ দেখলে তোমার কষ্ট হয়,
মেঘ বলল, সব সময় কষ্ট হয়,
পাহাড় বলল, তুমি আমাকে ভালোবাসা জানালে,
ভালোবাসাতেও কষ্ট অনেক,
মেঘ বলল, জানি তো, তবুও তোমাকে না ভালবেসে পারছিনা যে,
পাহাড় বলল, কেন,
মেঘ বলল, ভালোবাসা ছাড়া জীবন তো মরুভূমি,
পাহাড় বলল, ভালোবাসাকে প্রসারিত করতে পারবে,
মেঘ বলল, কিভাবে,
পাহাড় বলল, মানুষের পৃথিবীতে ভালোবাসা গন্ডিবদ্ধ হয়ে গেছে, ভালবাসাকে ছড়িয়ে দিতে হবে, শুধু একটু বৃষ্টির অভাবে পৃথিবীটা মরুভূমি হয়ে গেল,
মেঘ বলল, কি করব,
পাহাড় বলল, তুমি বৃষ্টি হতে পারবে, তুমি লক্ষ-কোটি ধারায় পৃথিবীর উপর ঝরে পড়তে পারবে,
মেঘ বলল, পারবো,
পাহাড় বলল, চলো, মানুষের উষর জীবনে বৃষ্টি হয়ে ঝরে পড়ি, তুমি বৃষ্টি দাও, আমি ছায়া দিই, এসো সুন্দর করে পৃথিবীটাকে গড়ে তুলি,
মেঘ বলল, যে ভালোবাসা স্বার্থপরতা শেখায়, সেটা প্রকৃতপক্ষে ভালোবাসা নয়, ভালোবাসার অভিনয়,
পাহাড় বলল, পৃথিবীর গভীর গভীরতম অসুখ এখন, এই অসুখটা সারাতে পারে, একটাই দুর্মূল্য ওষুধ রয়েছে,
তা হলো ভালোবাসা,
মেঘ বলল, কি সুন্দর করে বললে তুমি,
পাহাড় বলল, এসো তুমি আমি আমাদের ভালবাসাকে সবার মধ্যে ছড়িয়ে দিই, পৃথিবীটাকে ভালোবাসার স্বর্গ বানাতে হবে যে,
তখন আকাশ জুড়ে বৃষ্টি শুরু হল।
মেঘ আর পাহাড় নতুন ভালোবাসার জীবন শুরু করলো।

আপনার মন্তব্য লিখুন