ঢাকাবৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি ২০২৩
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে শিক্ষার্থীদের শ্রেণি-কক্ষ থেকে বের করে দেয়া প্রধান শিক্ষককে শোকজ

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ফেব্রুয়ারি ২, ২০২৩ ১০:৪৯ অপরাহ্ণ
Link Copied!

আশরাফুল হক,লালমনিরহাটঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলায় শিক্ষার্থীদের বের করে দিয়ে শ্রেণি কক্ষে ব্র্যাকের নিয়োগ পরীক্ষা নেয়ার ঘটনায় প্রধান শিক্ষক সোহাগী বেগমকে শোকজ করা হয়েছে।

বৃহস্পতিবার(২ ফেব্রুয়ারি) দুপুরে শোকজের সত্যতা নিশ্চিত করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিন। এর আগে বুধবার(১ ফেব্রুয়ারি) উপজেলা সদরের কাছারীপাড়া সুফলা সতীশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বের করে দিয়ে ব্র্যাকের নিয়োগ পরীক্ষা নেয়া হয়।

জানা গেছে, বিদ্যালয় চলাকালিন সময় অলিখিত ভাবে ব্র্যাক এনজিওকে শ্রেণি কক্ষ ভাড়া দিয়েছেন কাছারী পাড়া সুফলা সতীশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহাগী বেগম। ব্র্যাক শিক্ষা কর্মসুচির শিক্ষক নিয়োগ পরীক্ষা গ্রহনের জন্য বুধবার(১ ফেব্রুয়ারি) বিদ্যালয়টির দুইটি কক্ষ ব্যবহার করেন। এ সময় প্রধান শিক্ষক ওই শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণি কক্ষ থেকে বের করে দিয়ে নিযোগ পরীক্ষার সুযোগ করে দেন।

অভিভাবকদের এমন মৌখিক অভিযোগে তাৎক্ষণিক ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) প্রতিনিধি পাঠিয়ে ঘটনার সত্যতা পান। একই সাথে দুইজন সহকারী শিক্ষা অফিসার পাঠিয়ে ঘটনা তদন্ত করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ঠ দফতরে পাঠান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এন এম শরীফুল ইসলাম।

এ ঘটনায় কাছারীপাড়া সুফলা সতীশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহাগী বেগমকে শোকজ করে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার। আগামী ২৪ ঘন্টার মধ্যে সন্তোষজনক জবাব দাখিল করতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও শোকজে উল্লেখ করা হয়েছে।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাসির উদ্দিন বলেন, শিক্ষার্থীদের বের করে দিয়ে এনজিও’র নিয়োগ পরীক্ষার বিষয়টি সত্যতা মিলেছে তাই প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। একই সাথে তাৎক্ষণিক তদন্তের প্রতিবেদনও ইউএনও এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ বিভিন্ন দফতরে পাঠানো হয়েছে।
Add kgggvvg
আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জি আর সারোয়ার বলেন, বিনা অনুমতিতে পাঠদান বন্ধ করে এনজিও’র নিয়োগ পরীক্ষা নেয়ার ঘটনায় প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। সন্তোষ জনক জবাব না পেলে বিধিমত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন