ঢাকাসোমবার , ২৬ জুন ২০২৩
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাট শহরের মিশন মোড়ে জমজমাট, হাড়ীভাঙ্গা আমের বাজার

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জুন ২৬, ২০২৩ ১০:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

খাজা রাশেদ, লালমনিরহাট: বছরের জুন -জুলাই মাসকে মধুমাস বলা হয়ে থাকে। এই সময়টাতে অনেক ধরনের মৌসুমী ফল পাওয়া যায়।
আম যার মধ্যে, অন্যতম।
আমের জাতের ভিতর রয়েছে, ফজলি,ক্ষিরসাবাদ,ল্যাংড়া,আমরুপালী, রাজভোজ,গোপালভোগ,কলমি,হিমসাগর ইত্যাদি।
এলাকা ভেদে নামের ভিন্নতা যেমন রয়েছে, তেমনি রয়েছে জনপ্রিয়তাও।
এর মধ্যে রংপুর অঞ্চলের হাড়ীভাঙ্গা জাতের আমের মধুর রস ও ভিন্ন স্বাদের কারণে, এর সুনাম ছড়িয়ে পড়েছে সারাদেশে।

বর্তমানে,
এ অঞ্চলের বিভিন্ন হাট-বাজার সহ এলাকায় ব্যাপক হারে জমে উঠেছে হাড়ীভাঙ্গা আমের বাজার।
এর মধ্যে অন্যতম
লালমনিরহাট শহরের মিশন মোড়ে গড়ে উঠা আমের বাজার।
বাজার ঘুরে দেখা যায়, শুধু পৌরবাসীই নন!জেলার অনেক জায়গা থেকে ক্রেতারা ভিড় জমিয়েছেন,এ হাড়ীভাঙ্গা আমের বাজারে।
দামও সাধ্যের মধ্যে থাকার কারণে, ক্রেতারা ও কিনছেন সাধ্যমত। মিষ্টির বদলে হাড়ীভাঙ্গা আম নিয়ে স্বজনদের বাড়ি বেড়াতে যাচ্ছেন অনেকেই।
ঈদের কেনাকাটা করতে এসে, কেনাকাটা শেষে সঙ্গে করে আম কিনে বাড়ি ফিরছেন।
আবার অনেকেই জেলার বাহিরে স্বজনের কাছে পাঠাচ্ছেন এ অঞ্চলের ঐতিহ্যবাহি ভিন্ন স্বাদের হাড়ীভাঙ্গা আম। এ আম বাজারে ক্রয় করতে আসা
সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বাসিন্দা রইস মিয়া বলেন, ঢাকায় ছেলের বাসায় পাঠানোর জন্য হাড়িভাঙ্গা আম কিনতে এসেছি। পৌরসভার বড়মসজিদ এলাকার বাসিন্দা খাজা রাশেদ বলেন,বরভাই সিলেটে চাকরি করে। ওখানে আম পাঠাতে হবে।
গত,কয়েক বছর ধরে এজায়গা থেকে হাড়ীভাঙ্গা আম ক্রয় করে কুরিয়ারে পাঠিয়ে থাকি।

এখানকার একজন আম ব্যবসায়ী সুজন মিয়ার সাথে কথা হলে তিনি জানান,কয়েক বছর ধরে এখানে ভ্রাম্যমান আমের দোকান দেয়। রংপুরের পদাগন্জ সহ বিভিন্ন বাজার থেকে সংগ্রহ করে প্রতিবছর আমের মৌসুমে আমার মতো অনেকেই এখানে হাড়ীভাঙ্গা আমের ব্যবসা করে থাকে।
দেড় থেকে দুই মাস এ ব্যবসা থাকে।আমের দাম ও বিক্রি কেমন জানতে চাইলে তারা জানান,প্রতিদিন গড়ে প্রায় ৮০-১৩০ মন আম সাইজ ও রং অনুযায়ী ১২০০-২০০০ টাকার মধ্যে বিক্রি করছি।

আপনার মন্তব্য লিখুন