ঢাকাশুক্রবার , ২৫ ডিসেম্বর ২০২০
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতা

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ডিসেম্বর ২৫, ২০২০ ১১:১৭ অপরাহ্ণ
Link Copied!

(স্বাধীনতা)
রওশন আরা লিলি

স্বাধীন দেশে স্বাধীনের অভাব
একথা ভাবতে আর-ও বেশি অবাক লাগে।
ভাইয়া তুমি তো স্বপ্ন দেখেছিলে
একটি স্বাধীন দেশের।
দুচোখ ভরা স্বপ্ন নিয়ে একবুক আশা নিয়ে
দেশের জন্য হয়েছিলে মুক্তিযোদ্ধা।
দেশ স্বাধীন হলো কিন্তু তুমি ফিরে এলেনা।
হৃদয়ের অন্তরালে দুঃখ রেখে
মুখে হেসেছি তৃপ্তির ম্লান হাসি,
তুমি ফিরে আসনি ভাইয়া
ফিরিয়ে এনেছো স্বাধীনতা।
কিন্তু আমারা কতটুকু স্বাধীন হতে পেরেছি
তাকি একবারও খোঁজ নিয়েছ ভাইয়া ?
কোনো এক রাতে চুপিচুপি এসে দেখে যেও
তোমার আদরের বোনের এসিড দগ্ধ বিকৃত মুখ।
কন্যাকে বাঁচাতে গিয়ে পিতার মর্মান্তিক মৃত্যু!
তোমাদের রক্তের সাগর এখনো
বাংলা মায়ের অশ্রু সাগরের সমাপ্তি করতে পারেনি।
তোমাদের মতো ভাইয়ারা আবার কি পুঃন জন্ম নিতে পারেনা?
যারা মুছে দেবে মায়ের আঁখির অশ্রু
আনবে বোনের মুখের হাসি,পিতার সুখ!
আর স্বাধীন দেশে স্বাধীন ভাবে
পথ চলার অঙ্গিকার !

রওশন আরা লিলি

আপনার মন্তব্য লিখুন