ঢাকাবুধবার , ৩০ ডিসেম্বর ২০২০
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

সম্প্রীতির বাংলাদেশ

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ডিসেম্বর ৩০, ২০২০ ১২:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

সম্প্রীতির বাংলাদেশ
মোঃ সালাহ উদ্দিন রাসেল

লাল সবুজের পতাকায় খচিত-
বাংলাদেশ আমার জন্মভূমি,
সারা দেশব্যাপী বীরগাঁথা রচিত-
ভাষাতত্ত্বে গঠিত এই মাতৃভূমি।

সাম্প্রদায়িক সম্প্রীতির এমন দেশ
বিশ্বে বিরাজমান তা বিরল,
সকল ধর্মের মানুষ যে রয়েছে বেশ
বন্ধনে ধরে না কভু ফাটল।

মসজিদ মন্দির প্যাগোডা গীর্জার
ইবাদত উপাসনার আধার,
নাইকো স্থান এখানে কোনো হিংসার
মিলেমিশে থাকছেই আবার।

আচার অনুষ্ঠানে সবার সমান অধিকার
ভেদাভেদের কোনো স্থান নাই,
সাম্প্রদায়িকতার প্রশ্নে সবাই নির্বিকার
সকলে পেয়েছে সমান ঠাঁই ।

পাখির কলকাকলীতে সবার ভাঙে ঘুম
ইবাদত উপাসনায় হয় ব্যস্ত,
বেলা বাড়ার সাথে সাথেই কাজের ধুম
যে যার কাজে হয় ন্যস্ত।

সমাজ সংসার রাজনীতির ময়দান
সবখানে সবার বিচরণ,
দেশ গড়তে রয়েছে সবার অবদান
দিচ্ছি আজ তার বিবরণ।

স্বাধীনতা এসেছে সবার অবদানে
রক্ত দিয়েছে মুক্তির তরে,
ঋণী হয়েছি আমরা তাদের তিরোধানে
স্মরণে মননে রক্ত ঝরে।

সাম্য সমতা সৌহার্দ্য সম্প্রীতির বাণী
বিকশিত হউক আজীবন,
আত্মত্যাগে পাওয়া বাংলার বদন খানি
রাখব সমুজ্জ্বল আমরণ।

 

মোঃ সালাহ উদ্দিন রাসেল

আপনার মন্তব্য লিখুন