ঢাকাসোমবার , ৪ জানুয়ারি ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

ভারতে একজনের লাশ দাহ করতে গিয়ে ১৭ জনের ‍মৃত্যু!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জানুয়ারি ৪, ২০২১ ৫:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

ভারতের উত্তর প্রদেশে একটি শ্মশানঘাটের ছাদ ভেঙে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৭ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে ৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সেখানে আরো অনেকে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, এক বৃদ্ধের লাশ দাহ করার সময় শ্মশানঘাটে এ ঘটনা ঘটে। আজ রোববার গাজিয়াবাদের মুরাগনগরের একটি শ্মশানঘাটে এ হতাহতের ঘটনা ঘটে।

মেরুতের বিভাগীয় কমিশনার আনিতা সি মেশরাম বলেন, ধ্বংসস্তূপ থেকে ১৭ জনের মৃতদেহ ও ৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে।

স্থানীয়রা জানান, শ্মশানঘাটে মৃতদেহ দাহ করতে অনন্ত শতাধিক মানুষ উপস্থিত ছিল। এখনো ধ্বংসস্তূপের নিচে ৪০ জনের মতো চাপা পড়ে আছে।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি প্রশাসনিক কর্তাদের থেকে উদ্ধারকাজের ব্যাপারে খোঁজ নিয়েছেন। নিহত ও আহত হওয়া ব্যক্তিদের ক্ষতিপূরণেরও আশ্বাস দিয়েছেন তিনি।

আপনার মন্তব্য লিখুন