ঢাকামঙ্গলবার , ১৫ ডিসেম্বর ২০২০
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

অবকাঠামো ছাড়া খেলাধুলা এগিয়ে নেওয়া সম্ভব নয়– নৌ পরিবহন প্রতিমন্ত্রী

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ডিসেম্বর ১৫, ২০২০ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

বিরল মৌসুমি ক্রীড়া চক্রের ২ মাস ব্যাপি ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের প্রধান অতিথি হিসেবে উদ্ভোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম,পি।

উদ্ভোধনের পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর দেশের ক্রীড়াঙ্গন অনেক এগিয়ে। তিনি বিরলে খেলা ধুলায় অবকাঠামোর জন্য স্টেডিয়াম নির্মানের পরিকল্পনার কথা বলেন। কারণ অবকাঠামো ছাড়া খেলাধুলা এগিয়ে নেওয়া সম্ভব নয়। প্রধানমন্ত্রী অত্যন্ত ক্রীড়ানুরাগী। বাংলাদেশের খেলোয়াড়েরা যখন ভাল কিছু করে তখনই প্রটোকল ভেঙে প্রেসিডেন্ট বক্স থেকে ছুটে যান খেলোয়াড়দের কাছে।

তিনি আরও বলেন পৃথিবীর মধ্যে একমাত্র রাজনৈতিক পরিবার যে ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠকও তা বঙ্গ বন্ধুর পরিবার। যা পৃথিবীতে বিরল বঙ্গ বন্ধু নিজেও ঢাকা ওয়ান্ডার্স ক্লাবে খেকেছেন। তার সন্তান শেখ জামাল একজন ক্রীড়া সংগঠক ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক বাবু রমা কান্ত রায়, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি জাবের মোহাম্মদ সোয়াইব,বিরল উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক যুবরাজ আব্দুল মালেক

সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াসম্পাদক এবং মৌসুমি ক্রীড়া চক্রের সভাপতি শফিকুল ইসলাম সফিক প্রমুুুখ।

আপনার মন্তব্য লিখুন