ঢাকাবৃহস্পতিবার , ১১ ফেব্রুয়ারি ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

প্রথম দিনের মিরপুরে নায়ক বোনার

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ফেব্রুয়ারি ১১, ২০২১ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক।। চট্টগ্রামে নিজের অভিষেক টেস্টে দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন। দ্বিতীয় ইনিংসে এনক্রুমাহ বোনারের ৮৬ রান ম্যাচ জেতার জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখেন সিরিজের ও শেষ টেস্টের প্রথম দিনে অসধারণ ব্যাট করেছেন ডান-হাতি এই ব্যাটসম্যান।

বৃহস্পতিবার সকলে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জেতার পর ব্যাট করার সিদ্ধান্ত নেয় উইন্ডিজরা।

এই ম্যাচে বাংলাদেশ একাদশে আসে ৩ পরিবর্তন। চোটে পড়া সাকিব আল হাসান ও সাদমান ইসলামের জায়গায় মোহাম্মদ মিঠুন ও সৌম্য সরকারকে। মোস্তাফিজুর রহমানকে বিশ্রাম দিয়ে মাঠে নামানো হয় আবু জায়েদ রাহীকে।

সফরকারী দলেও পেসার কেমার রোচের বদলে এই ম্যাচে একাদশে জায়গা পান আলজারি জোসেফ।

সকালে দুই ওপেনার ক্রেইগ ব্র্যার্থওয়েট ও জন ক্যাম্পবেল মিলে শুভ সূচনা করেন।
দলীয় ৬৬ রানে জুটি ভেঙে দেন তাইজুল ইসলাম।। এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়ার আগে ৬৮ বলে ৩৬ রান তুলেন ক্যাম্পবেল।

৩৮ বলে ৭ রান করে ফিরে যান তিন নম্বরে ব্যাট করতে নামা সায়নে মসলে। আবু জায়েদ রাহির বলে বোল্ড হন তিনি।

সফরকারী দলনায়ক ক্রেইগ ব্র্যার্থওয়েটকে হাফ সেঞ্চুরি তুলতে দেননি সৌম্য সরকার। ১২২ বলে ৪৭ রান করে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরির ইনিংস খেলে দলকে জয় এনে দিয়েছিলেন কাইল মায়ের্স। এদিন অবশ্য সুবিধা করতে পারলেন না তিনি। ১৮ বলে ৫ রান করেন বাম-হাতি এই ব্যাটসম্যান। রাহির বলে সৌম্যর হাতে ক্যাচ দিয়ে ফেরেন মায়ের্স।

অন্যদিকে ৭৭ বলে ২৮ রান করা জার্মেইন ব্ল্যাকউডকে কট অ্যান্ড বোল্ড করে বিদায় করেন তাইজুল।

ষষ্ঠ উইকেটে ১০৯ বলে ৪৫ রান করেন এনক্রুমাহ বোনার ও জসুয়া ডি সিলভা। ১৭৩ বলে ৭৪ রান তুলে অপরাজিত আছেন বোনার। তার সঙ্গে ক্রিজে রয়েছেন ৪৬ বলে ২২ রান করা জসুয়া ডা সিলভা।

দিন শেষে ৯০ ওভারে ৫ উইকেটে ২২৩ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ।

টাইগারদের হয়ে দুটি করে উইকেট তুলেছেন তাইজুল ইসলাম ও আবু জায়েদ রাহী। একটি উইকেট আদায় করেন সৌম্য সরকার।

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেট রক্ষক), মেহেদী হাসান, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও আবু জায়েদ।

ওয়েস্ট ইন্ডিজ

ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, জার্মেইন ব্ল্যাকউড, সায়েন মসলে, এনক্রুমাহ বনার, জশুয়া দ্য সিলভা, রাকিম কর্নওয়াল, আলজারি জোসেফ, শ্যানন গ্যাব্রিয়েল, জোমেল ওয়ারিকান ও কাইল মায়ার্স।

আপনার মন্তব্য লিখুন