ঢাকাশুক্রবার , ২৫ ডিসেম্বর ২০২০
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

মিডেলসেক্সের হয়ে খেলবেন মুজিব

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ডিসেম্বর ২৫, ২০২০ ১১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

২০২১ সালের টি-টোয়েন্টি ব্লাস্টেও ইংল্যান্ডের কাউন্টি দল মিডেলসেক্সের হয়ে খেলবেন আফগানিস্তানের স্পিনার মুজিব-উর-রহমান। গতকাল মুজিবের সাথে পুনরায় চুক্তি স্বাক্ষর করেছে দলটি।

আগামী বছর গ্রুপ পর্বের ম্যাচগুলোতে মিডেলসেক্সের খেলবেন মুজিব। তবে দল নকআউটে উঠলে, সেখানেও খেলতে পারবেন তিনি।

মিডেলসেক্সের সাথে চুক্তি করে আইসিসির টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মুজিব বলেন, ‘২০১৯ সালে আমি মিডেলসেক্সে খেলেছি। খুবই উপভোগ্য একটি মৌসুম ছিল। আমি আনন্দিত আবারও এই দলের সাথে চুক্তি করতে পেরে। বিশেষ করে লর্ডসে খেলা বড় এক সম্মানের ব্যাপার। আশা করছি আগামী মৌসুমে দলের জন্য সেরা পারফরম্যান্সই করতে পারবো।’

মুজিবকে আবারো দলে নেয়ার ব্যাপারে মিডেলসেক্সের কোচ স্টুয়ার্ট ল বলেন, ‘আবারও মুজিবকে দলে পেয়ে আমরা বেশ আনন্দিত। টি-টোয়েন্টি ফরম্যাটের অন্যতম সেরা বোলার সে। মুজিবের অর্ন্তভুক্তি আমাদের বোলিং বিভাগকে আরও ভারসাম্য করে তুলবে।’

২০১৯ মৌসুমে মিডেলসেক্সের হয়ে খেলেছিলেন ১৯ বছর বয়সী মুজিব। ১০ ম্যাচে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। আসরে গ্রুপ পর্ব পার করতে পেরেছিলো মিডেলসেক্স।

আপনার মন্তব্য লিখুন