ঢাকাশনিবার , ৫ ডিসেম্বর ২০২০
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

দীর্ঘ ১১ বছর পর হতে যাচ্ছে মোংলা পৌরসভা নির্বাচন

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ডিসেম্বর ৫, ২০২০ ৯:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

তফসিল ঘোষণা হওয়ার সাথে সাথেই সম্ভাব্য প্রার্থীরা শুরু করেছেন নির্বাচনী কার্যক্রম। শুক্রবার আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী হিসেবে ৩৬ জন ও সংরক্ষিত প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১১ নারী।
আগামি ১৬ জানুয়ারির পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে গত ২ ডিসেম্বর আওয়ামী লীগ এর এক বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত হয়। সেখানে মেয়র প্রার্থী হিসেবে আগ্রহীদের নাম নেয়া হয়। এবং সেইদিনই আগ্রহী প্রার্থীদের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। সেখান থেকে যাকে মনোনীত করা তবে তাকেই আওয়ামী লীগ এর মেয়র হিসাবে দলীয় মনোনয়ন দেয়া হবে।

আর শুক্রবার কমিশনার প্রার্থীদের জন্য দলীয় ফরম বিতরণ করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। মোংলা উপজেলা ও পৌর আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে সকাল ৯টা থেকে বিক্রি শুরু করে বিকাল ৪টা পর্যন্ত চলে এ মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম। এ সময় প্রতি ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থীরা মোংলা উপজেলা আওয়ামী লীগ এর দলীয় কার্যালয়ে এসে তাদের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।সংগ্রহ করা ফরম যাচাই বাছাই করে প্রতি ওয়ার্ডে এক জন করে দলীয় প্রার্থী দিবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ এর ঊর্ধ্বতন নেতৃবৃন্দ।

আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ কমিটির আহবায়ক শেখ আঃ রহমান বলেন, সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হয়। কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩৬ জন,মহিলা সংরক্ষিত প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১১ জন।

আপনার মন্তব্য লিখুন