ঢাকারবিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামের পাঁচগাছিতে ইসলামিক সংগীত শেষে পুরুস্কার বিতরণ

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ফেব্রুয়ারি ১৪, ২০২১ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

আনিসুর রহমান, কুড়িগ্রাম।। কুড়িগ্রাম সদর উপজেলার একঝাঁক তরুণ মেধাবী সেচ্ছাসেবী তরুণের নিজস্ব সাংস্কৃতি ইতিহাশ এতিহ্য গড়ীব মেহনতী মানুষের দুঃখ দুর্দশা লাঘবের লক্ষে যুগউপযোগী সমসাময়িক নানাধরনের রটানো ঘটনা তুলে ধরার জন্য, তৈরী করেছে :পুওর পিপল হেল্প সেন্টার কুড়িগ্রাম,

তারই ধারাবাহিকতায় (১৪ ফেব্রুয়ারী)দুপুরে ভালবাসা দিবসে ভিন্নরকম আয়োজন,
চর গোবিন্দপুর পাঁচগাছি ,কুড়িগ্রাম সদরের প্রত্যন্ত এলায়কায়, মুহাম্মদিয়া নূরানী ও হাফিজিয়া মাদ্রাসায় ইসলামিক সংগীত হাম, নাত, কেরাত, প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় অত্র মাদ্রাসার ৫০ জন প্রতিযোগি অংশগ্রহন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে কোরআন শরীফ উপহার দেয়া হয়। এবং অন্য প্রতিযোগিদের শুভেচ্ছা উপহার দেয়া হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অত্র মাদ্রাসার খতিব,সিয়াম ইসলাম,এবং আবু সাঈদ, মাদ্রাসার প্রতিষ্ঠাতা,
প্রধান এ্যাডমিন, রাকিবুল হাসান সজীব,ইমরান সরকার, অনিক ইয়াসিন আরাফাত
মাসরুক আহম্মেদ মুন্না।

এসময় পেইজ এর প্রধান এ্যাডমিন রাকিবুল হাসান বলেন,ইসলামী সংগীত প্রতিযোগির সঠিক প্রতিভাকে খুজে বের করে,তাদেরকে কোরআন শরীফ উপহার দিয়েছি বাকিদের শুভেচ্ছা উপহার। আমাদের কাজ বিনোদন মুখর পরিবেশে একজন শিক্ষার্থীকে সব সময় সামনের দিকে এগিয়ে দেয়া।এবং গড়ীব দুঃখী মানুষে পাশে থেকে কষ্ট লাঘবের জন্য উপহার প্রদান করা,বিভিন্ন ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া। তিনি আর ও বলেন শিক্ষিত সমাজে শিক্ষার আলোতে আলোকিত করার জন্য পরাশুনার পাশাপাশি খেলাধুলা ওবিনোদনের প্রতি মনোযোগ দিতে হবে। যেন তারা মাদক সন্রাস এবং কোন ধরনের অপসংস্কৃতির সাথে জড়িত না হয়।তিনি বলেন আপনাদের দোয়া ও ভালোবাসায় এগিয়ে যাবে, পুওর পিপল হেল্প সেন্টার কুড়িগ্রাম,

উল্লেখ্য, এই সংস্হা আর্তমানবতার সেবায় নিয়োজিত একটি কল্যানমূখী, অরাজনৈতিক, অলাভজনক, সামাজিক স্বেচ্ছাসেবক অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান। যে কোন জনকল্যানমুলক কাজ করা।দুস্হ্য এতিম ও অসহায় মানুষকে চিকিৎসা সেবা দেওয়া। বনানয়ন ও নার্সারী করে বৃক্ষরোপন করা।গরীব ছাত্র/ছাত্রীদের উপবৃত্তি প্রদানের মাধ্যেমে শিক্ষায় উৎসাহ প্রদান করা। উপহার সামগ্রী প্রদান করা ( বন্যা, দুর্ভিক্ষ বা ভুমিকম্প হলে)।ধুমপান বিরোধী প্রচারনা করা বাল্য বিবাহ বন্ধে উৎসাহ প্রদান।মাদক নিরশনে কার্যক্রম গ্রহন করা। গরীব অসহায়দের মাঝে শীতবস্র প্রদান করা।কার মানুষের সাহায্য প্রয়োজন হলে ভিডিও প্রকাশ করা সত্যতা যাচাই করার পর।

আপনার মন্তব্য লিখুন